thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিপিএলের আদলে মৌলভীবাজারে টোয়েন্টি২০ প্রতিযোগিতা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৫:০৬:৫৪
বিপিএলের আদলে মৌলভীবাজারে টোয়েন্টি২০ প্রতিযোগিতা

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র আদলে শুরু হচ্ছে সুমা ফুড টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার থেকে ১০টি টিম নিয়ে মাঠে গড়াবে প্রতিযোগিতা।

সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে টুর্নামেন্টের আয়োজকরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেলা পর্যায়ে এই প্রথম কোনো টুর্নামেন্টে নিলাম করে টিম বণ্টন, খেলোয়াড় নিলাম ও বিভিন্ন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে টিম গঠন করা হয়েছে। জেলায় ক্রিকেটকে এগিয়ে নিতেই মূলত এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে লিগ পদ্ধতিতে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ টিমসহ ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়ের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

দ্য রিপোর্ট/টিএফ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর