thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:৩২:৪০
যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারি বৃষ্টিপাতে টেমস নদীতে পানি বাড়তে থাকায় যুক্তরাজ্যের বার্কশায়ার ও সুরেইতে নতুন করে ১৪টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের তথ্যমতে, শহরগুলোর প্রায় আড়াই হাজার বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খবর বিবিসির।

সমারসেট শহরে জারি করা দুটি সতর্কতা এখনও বজায় রয়েছে। এ ছাড়া দক্ষিণ ইংল্যান্ড ও মিডল্যান্ডে ৩০০টি ছোট বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৮০ ও ৯০-এর দশকের পর টেমস নদীতে পানির উচ্চতা রেকর্ড পরিমাণ বেড়েছে।

দেশটির সেনাবাহিনী রবিবার রাতে ঘনবসতিপূর্ণ এলকাগুলোতে প্রায় ২১ ফুট উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বৃষ্টিপাত না হলেও রাত থেকে বা মঙ্গলবার ভারী বৃষ্টিপাতসহ তুষারপাত হতে পারে।

টেমস নদী সংলগ্ন কয়েকটি স্থানে ইতোমধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর