thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবি উপাচার্যের সঙ্গে ডেনমার্কের অধ্যাপকের সাক্ষাৎ

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:৩৪:৫২
ঢাবি উপাচার্যের সঙ্গে ডেনমার্কের অধ্যাপকের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিখেল ফুল স্কেয়ার সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এবং স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি সেন্টারের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর