thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আইপিএল ফিক্সিং : ফেঁসে যাচ্ছেন মিয়াপ্পন

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:৫০:৫৩
আইপিএল ফিক্সিং : ফেঁসে যাচ্ছেন মিয়াপ্পন

দ্য রিপোর্ট ডেস্ক : এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মিয়াপ্পন। শ্রীনিবাসন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। চলতি বছর তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন। কিন্তু তার জামাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাচ ফিক্সিং করায় দোষী সাব্যস্ত হয়েছেন।

গত বছরের আইপিএলে এই অপকর্ম করেছিলেন মিয়াপ্পন। ২০১৩ আইপিএলে তিনি ফিক্সিংয়ের পাশাপাশি তথ্যও পাচার করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সোমবার ১৭০ পৃষ্ঠার রিপোর্টটি ভারতের সুপ্রীম কোর্ট দাখিল করেছে।

গত বছরের অক্টোবরে ৩ সদস্যের কমিটি করা হয়েছিল। সেই কমিটি তদন্ত শুরু করে সিদ্ধান্তে আসে। তবে মিয়াপ্পন একাই নন। ফেঁসে যাচ্ছেন রাজস্থান রয়েলেসের মালিক রাজ কুন্দ্রা ও আদিত্য মেহতা।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর