thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইবিতে প্রগতিশীল শিক্ষক প্যানেলের নিরঙ্কুশ বিজয়

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৯:১৪:৫৪
ইবিতে প্রগতিশীল শিক্ষক প্যানেলের নিরঙ্কুশ বিজয়

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি নির্বাচনে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ পদে জয়লাভ করেছে প্রগতিশীল শিক্ষক প্যানেল। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেলের দুজন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী ১৬৪ ভোট, সহ-সভাপতি পদে প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম ১৫৪, সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. রাশিদ আসকারী ১৬৯, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. সাইদুর রহমান ১৬০ এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মোহা. মামুনুর রহমান ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপরদিকে সভাপতি পদে প্রফেসর ড. মো. মিজানুর রহমান ১৫৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল হোছাইন ১৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পদে প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ ১৬৪ ভোট, প্রফেসর ড. মোহা. মনিরুজ্জামান ১৬০, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ১৬৪, প্রফেসর ড. আহসান-উল আম্বিয়া (সোহেল) ১৬১, প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম (জিল্লু) ১৫৭, ড. মো. মাহবুবুল আরফিন ১৬০, মো. মিজানুর রহমান ১৫৫ ও তারেক হাসান আল মাহমুদ ১৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল থেকে ড. মো. জাহিদুল ইসলাম ১৫৬ ভোট ও মো. ফকরুল ইসলাম ১৫৯ ভোট পেয়ে সদস্য পদে জয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা ১০ মিনিটে শেষ হয়। প্রার্থীদের মতানৈক্যের কারণে ১০টা ৫ মিনিট থেকে ভোগগ্রহণ সাময়িক স্থগিত ছিল। পরে ১০টা ৪০ মিনিটে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা ২টায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনে মোট ৩৫৬ ভোটারের মধ্যে ৩২৩ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার প্রফেসর ড. সোলায়মান এ ফল ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর