thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

জয়ের সমালোচনায় বিএনপির এমপিরা

২০১৩ নভেম্বর ০৪ ২২:০৫:৫৭
জয়ের সমালোচনায় বিএনপির এমপিরা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : টানা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে প্রথম দিন সোমবার মিছিল ও সমাবেশ করেছে বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। সকালে সংসদ ভবন এলাকায় এ মিছিলে দলটির ১২ জন সদস্য অংশ নেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবেদিন, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হাফিজুর রহমান প্রমুখ।

মিছিল শেষে সংসদের পূর্ব টানেলে এক সংক্ষিপ্ত সমাবেশ প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করেন তারা।

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘সংবিধান পরিবর্তন করেছেন। এ সংবিধান আবার পরিবর্তন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ করুন।’

তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়কে আমরা রাজনীতিতে স্বাগত জানাই। তবে হরতালে ৪০ জন মারা যাবে এমন আগাম কথা তার মুখে শোভা পায় না।’

তিনি আরও বলেন, ‘সামনে আরও কঠোর কর্মসূচি আসবে। তাই সংকট নিরসন প্রয়োজন।’

শাম্মী আখতার বলেন, ‘শেখ হাসিনা নিজে পারছেন না। তাই তার ছেলেকে ভাড়া করে এনেছেন। তিনি (জয়) প্রলাপ বকছেন প্রতিদিন। মানুষ মারার পরিকল্পনা করছেন। জয়কে দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচিত সরকার না। এরা মইনুদ্দীন-ফখরুদ্দিনের নির্ধারিত সরকার; যা জগদ্দল পাথরের মতো চেপে আছে।’

বগুড়ার হাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনা তার ছেলে জয়কে ভোট ভিক্ষার জন্য নামাচ্ছেন। তবে শেখ হাসিনার পরিণতি তার বাবার চেয়েও করুণ হবে।

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এনডিএস/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর