thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘উপজেলা নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৬:৪০:২৭
‘উপজেলা নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা নেই। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারাও এমনই প্রতিবেদন দিয়েছেন।’

নিজ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাহনেওয়াজ বলেন, ‘তিন ধাপে উপজেলা নির্বাচনের তফসিলের পর এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের আলামত পাওয়া যায়নি। আশা করছি, সামনের দিনগুলোও ভালো হবে।’

কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানান কমিশনার।

তিনি বলেন, ‘বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।’

এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘উপজেলা নির্বাচনের আগে পরে মিলিয়ে পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।’ মার্চের শেষ সপ্তাহে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হতে পারে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর