thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সরকার নিবর্তনমূলক আচরণ করছে : রিজভী

২০১৩ নভেম্বর ০৫ ০৯:০০:৩৯
সরকার নিবর্তনমূলক আচরণ করছে : রিজভী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ক্ষমতাসীন সরকার নিবর্তনমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

টানা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার তাদের পোষা পুলিশবাহিনী দিয়ে দমন নিপীড়নের মাধ্যমে নির্বতনমূলক আচরণ করে বিরোধী দলের আন্দোলনকে স্তদ্ধ করে দিতে চায়। তাই যতদিন না নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

বিরোধী দলের নেতাদের বাসায় তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারকে সাবধান করে বলতে চাই, বিরোধী দলের নেতাদের বাড়িতে হামলা করলে এর ফল শুভ হবে না।’

রিজভী বলেন, ‘আমরা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। আমরা জানি কোনো গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি। তাই এ আন্দোলনও বৃথা যাবে না, নির্ধারিত লক্ষে পৌঁছবেই।’

রিজভী বলেন, ‘সারা দেশের জনগণ স্বত:স্ফূর্র্তভাবে হরতালে অংশ নিয়েছে। আর এর মাধ্যমে পরবর্তীতে গণঅভূৎত্থান সৃষ্টি করে বর্তমান সরকারের পতন ঘটানো হবে। অনেক সহ্য করেছি আর নয়, বিরোধী দলের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর যদি সরকারের পোষা বাহিনী ও দলীয় মদদপুষ্ঠ সন্ত্রাসীরা আক্রমণ চালায় তাহলে বিএনপি তথা ১৮ দলীয় জোট চুপ করে বসে থাকবে না।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি সহ-দফতর বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর