thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাবিতে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:৫৬:৫৫
জাবিতে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিনেট হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন কর্মশালায় সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২ হাজার ৫৪ কোটি টাকার উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে এগিয়ে চলছে। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ৮৯টি প্রকল্পের কাজ সম্পাদন হয়েছে। বর্তমানে প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ চলছে। এই প্রকল্পে অতিরিক্ত আরও দুইশ ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আশা করছে, প্রকল্পের মেয়াদ শেষ হলে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে।

সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, উচ্চশিক্ষা প্রকল্পের সফল সমাপ্তি বাংলাদেশের শিক্ষাকে বিশ্বমানের স্তরে পৌঁছে দিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. এম মুহিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কানিজ ফাতেমা। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে প্রকল্প প্রস্তাবনা তৈরি এবং প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জাহাঙ্গীরনগর এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কর্মশালাটি বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হয়।

(দ্য রিপোর্ট/এএস/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর