thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

জাবি ছাত্রলীগ নেতার কক্ষে ঢাবি ছাত্রী!

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২১:৫০:৪৭
জাবি ছাত্রলীগ নেতার কক্ষে ঢাবি ছাত্রী!

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশারফ হোসেন হলের ১১০ নং কক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাবি শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো ওই ছাত্রীকে নিয়ে উক্ত কক্ষে অবস্থান করছিলেন।

মীর মোশারফ হোসেন হলের আবাসিক শিক্ষক মাহমুদুর রহমান জানান, ঢাবির তৃতীয় বর্ষের এক ছাত্রীকে নিয়ে টিটো ওই কক্ষে অবস্থান করছিলেন। সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও প্রক্টরের উপস্থিতিতে ওই কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

হাতেনাতে ধরা পড়ার পর ওই ছাত্রী প্রথমে মিথ্যা পরিচয় দেয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া যায়। রাতেই ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাসায় রাখা হয়। মঙ্গলবার সকালে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। এমন ঘটনা শুনিনি।’

জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনা সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/এএস/একে/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর