thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ছাত্রলীগের আল্টিমেটামে বিপাকে ঢাবির শত শিক্ষার্থী

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২২:৪২:০২
ছাত্রলীগের আল্টিমেটামে বিপাকে ঢাবির শত শিক্ষার্থী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে নতুন শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার আওয়ামী লীগের একজন নেতার প্রত্যয়নপত্র লাগবে। শিক্ষার্থীদের জন্য এ নিয়ম বেঁধে দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ।

প্রত্যয়নপত্র আনতে শিক্ষার্থীদের সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার রাতে হল থেকে ৯৭ জন শিক্ষার্থীকে বের করে দেন তিনি।

ভুক্তভোগী ছাত্ররা জানান, চলতি বছরই তারা বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন। কারও ক্লাস শুরু হয়েছে, কারও হয়নি। ভর্তির সময় হল বরাদ্দের পরে পরিচিতদের সঙ্গে তারা যোগাযোগ করেন। চলতি মাসের শুরু থেকে হলের দোতলার বারান্দায় তারা থাকা শুরু করেন। প্রথম বর্ষের ৯৭ জন শিক্ষার্থীর জায়গা হয় এভাবেই। গতকাল রাতে নতুন ছাত্রদের হল মাঠে জড়ো হতে বলেন নেতারা। রাত ১০টার দিকে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল ইসলামসহ অন্য নেতাদের সামনে জড়ো হন ভর্তি হওয়া ছাত্ররা।

হল গেটে দায়িত্বরত এক কর্মচারী বলেন, ‘রাত সাড়ে ১২টা পর্যন্ত নতুন শিক্ষাথীরা হল থেকে কাপড়চোপড় নিয়ে বেরিয়ে গেছেন। কোথাও থাকার জায়গা না পেয়ে অনেকেই মসজিদে মসজিদে থেকেছেন।’

কামাল হোসেন নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হলে ওঠার প্রথম দিনেই এ রকম পরিস্থিতির সম্মুখীন হব তা বুঝতে পারিনি। এতদিন পত্রপত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ পড়েছি। এখন নিজেই এ পরিস্থিতির শিকার হয়েছি।’

সাতদিনের আল্টিমেটাম দেয়ার কথা স্বীকার করে নিজামুল হক দিদার দ্য রিপোর্টকে বলেন, ‘হলে সিট সংকটের কারণে এক সাথে সব শিক্ষার্থীকে তোলা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করতে প্রত্যয়নপত্র চেয়েছি। ১৫ তারিখের মধ্যে তাদের হলে তোলা হবে।’

হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মাহাবুবুল আলম জোয়ার্দ্দার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, ‘হলে ওঠার ব্যাপার দেখেন প্রভোস্ট। এ ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই।’

উল্লেখ্য, নিজামুল হক দিদারের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। গত ২৯ জানুয়ারি মদ নিয়ে শাহবাগে বার কর্মচারীদের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে তাকে সতর্কবাণী দেয়া হয়। শিবির-ছাত্রদল অভিযোগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

(দ্য রিপোর্ট/জেএইচে/একে/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর