thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যাত্রাবাড়ীতে দুই ভাড়াটিয়ার মারামারি, নিহত এক

২০১৩ অক্টোবর ০৮ ১১:৪৯:৪৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভাড়াটিয়ার মারামারির ঘটনায় রোমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সোয়া ১২টায় যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া ফারুক দিরিপোর্ট২৪কে জানান, রাত ১২টায় সামান্য বিষয় নিয়ে এক ভাড়াটিয়ার সঙ্গে রোমানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় মুখ, ঘাড় ও মাথায় আঘাত পান রোমান।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দিরিপোর্ট২৪কে বলেন, ‘কি কারণে দুই ভাড়াটিয়ার মারামারি হয়েছে তা জানা নেই। তবে মারামারির ঘটনায় একজনের আহত হওয়ার খবর শুনেছি।’

তিনি বলেন, ‘আহত ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না এমন খবর এখনো পাই নাই। মারামারিতে মৃত্যুর ঘটনা ঘটে থাকলে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(দিরিপোর্ট২৪/শুভ/এএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর