thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মেসিকে নিয়ে চিন্তিত নন পেদ্রো

২০১৩ নভেম্বর ০৫ ১১:১৮:২০
মেসিকে নিয়ে চিন্তিত নন পেদ্রো

দিরিপোর্ট২৪ ডেস্ক : বার্সেলোনার গোলমেশিন লিওনেল মেসি বেশ কযেকটি ম্যাচে গোল পাননি। চিন্তার কারণ বটে। যদিও এটা নিযে ভাবছেন না মেসির ক্লাব সতীর্থ পেদ্রো। তার মতে, মেসিকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যথা সময়ে জ্বলে উঠবেন এই আর্জেন্টাইন।

পেদ্রোর বিশ্বাস, খুব শিগগিরই গোলের দেখা পাবেন মেসি। আর কাটিয়ে উঠবেন গোল খরা। স্পেনের লা লিগার শেষ চার ম্যাচে গোল করতে পারেননি মেসি।

টানা চারবার ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসি সম্পর্কে পেদ্রো বলেন, ‘গোল না পেলেও বলের যোগান দিচ্ছেন এই আর্জেন্টাইন। আর দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন লিও।’

আরেক সতীর্থ সানচেজের প্রশংসা করে পোদ্রো বলেন, ‘সে খুবই ভালো করছে। আমার মনে হয়, ও আমার চেয়ে এগিয়ে।’

সম্প্রতি রিয়াল মাদ্রিদ ও এস্পানিওলের বিপক্ষে গোল করেছেন চিলির এই ফরোয়ার্ড।

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর