thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:৩১:৩০
ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৪ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

পরীক্ষার সূচি ও বিস্তারিত তথ্য ক্যাডেট কলেজের ওয়েবসাইটে (http: cadetcollege.army.mil.bd) পাওয়া যাবে।

ক্যাডেট কলেজের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত দিন ও সময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রবেশপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রসহ ঢাকা সেনানিবাসস্থ বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ‘২০ বীর’(সমুন্নত বিশ) এ (বনানী এমপি চেক পোস্ট থেকে ২০০ গজ পশ্চিমে) উপস্থিত থাকতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি মার্চ মাসের ২য়/৩য় সপ্তাহে শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ১০ জানুয়ারি ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর