thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এডুকেশন ইউকে এক্সিবিশন শুরু বৃহস্পতিবার

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:৫৬:৪৬
এডুকেশন ইউকে এক্সিবিশন শুরু বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হবে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষামেলা ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৪’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার ও শুক্রবার এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রবেশ মূল্য ৫০ টাকা।

রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষামেলার আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল। চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ১৬ ফেব্রুয়ারি ও সিলেটের রোজভিউ হোটেলে ১৯ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

যুক্তরাজ্যের স্বীকৃত ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিবে বলে ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গেছে। মেলায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নিতে পারবেন বলে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

দ্য রিপোর্ট/এসআর/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর