thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিএনপি নির্বাচনে আসবে : হানিফ

২০১৩ নভেম্বর ০৫ ১২:১৪:২১
বিএনপি নির্বাচনে আসবে : হানিফ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আগামী ২৪ জানুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ১০টায় হরতালবিরোধী অবস্থান থেকে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতেও বিরোধী দল অনাস্থা প্রকাশ করে আসছিল। কিন্তু পরে ঠিকই অংশগ্রহণ করেছে। তেমনই আগামী সংসদ নির্বাচনকে ঘিরে যেসব অভিযোগ করেছে, সেগুলোর কোনো ভিত্তি না থাকায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই নেত্রীর সংলাপের তারিখ নির্ধারণ করার দায়িত্ব এখন বিরোধী দলের। এর আগে ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানিয়েছিলেন। ওই তারিখে বিএনপি সাড়া না দেওয়ায় এখন তারিখ নির্ধারণের দায়িত্ব তাদের।

বিএনপি কার নেতৃত্বে নির্বাচনে আসবে- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমরা বিএনপিকে নির্বাচনে আশা করেছি, কার নেতৃত্বে সেটা তাদের বিষয়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দল ভাঙার নীতিতে বিশ্বাস করে না।

(দিরিপোর্ট২৪/বি/এফএস/এএস/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর