thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

গাজীপুরে টিফিন খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২২:১৬:৩৯
গাজীপুরে টিফিন খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক রাতের টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম জানান, মৌচাক এলাকার পূর্বাণী গার্মেন্টসের শ্রমিকদের রাত ৮টার দিকে টিফিন দেওয়া হয়। টিফিন খেয়ে দুই থেকে আড়াই শ’ শ্রমিক বমি করতে শুরু করে। গার্মেন্টসের শ্রমিক শিরিন, রবিউল, রোকেয়া জানায়, টিফিন খেয়ে তারা পেটে ব্যথা অনুভব করে এবং বমি বমি ভাব হয়। অনেকে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে নেওয়া হয়।

পূর্বানী গার্মেন্টসের স্যুয়িং শাখার অপারেটর হাবিব জানান, ডিম, নেপালী জাতের সাগর কলা ও কেক খেতে দেওয়া হয় তাদের। কিন্তু কেন এমন হলো তা তিনি বলতে পারেননি। তাদের চিকিৎসার জন্যে গাজীপুর সদর হাসপাতাল, কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতাল, শরিফ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর