thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বস্ত্র খাতের দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১২:০০:১০
বস্ত্র খাতের দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বস্ত্র খাতের দুই কোম্পানি। এগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং ও এইচআর টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) ম্যাকসন্স স্পিনিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫১ লাখ ৬০ হাজার টাকা এবং ০.০৩ টাকা।

তবে ২০১৩ সালের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ০.১৬ টাকা। একই হিসেবে যা আগের বছরের একই সময়ে ছিল ০.০২ টাকা।

প্রথম প্রান্তিকে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) এইচআর টেক্সটাইলের কোম্পানি কর পরবর্তী মুনাফা হয়েছে ৯৯ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৩৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা এবং ০.৪৩ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর