thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘এখন আর ভালো কথা বলার দরকার নাই’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১২:০৩:০৫
‘এখন আর ভালো কথা বলার দরকার নাই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের মানুষ অনেক ভালো কথা বলতে পারে। এখন আর ভালো কথা বলার দরকার নাই। এখন ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করা উচিত।

রাজধানীর মোহম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানের উদ্বোধনকালে বৃহস্পতিবার সকালে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা জ্ঞানী মানুষ চাই, তবে জ্ঞানপাপী চাই না। আমাদের জ্ঞানী হতে হবে, শিক্ষিত হয়ে উঠতে হবে, তবে জ্ঞানপাপী নয়। জ্ঞানপাপী আমাদের সমাজের জন্য ভয়াবহ হুমকি।

তিনি বলেন, আমরা সুশিক্ষিত মানুষ চাই তবে শিক্ষিত দুর্নীতিবাজ চাই না। দুর্নীতি আমাদের শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে। অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচারকে না বলতে হবে। তেমনিভাবে সহিংসতা, জঙ্গিবাদ, নাশকতাকে না বলতে হবে।

যোগাযোগমন্ত্রী বলেন, স্কুলজীবনে রাজনীতি করার প্রয়োজন নেই। তার মানে এই নয় রাজনীতি করতে হবে না। রাজনীতি অবশ্যই করতে হবে। কেননা ভালো মানুষরা রাজনীতি না করলে খারাপরা সেই জায়গা দখল করে নেবে। আর খারাপরা রাজনীতি করলে দেশ মেধাশূন্যদের হয়ে যাবে। মেধাশূন্যদের হাতে দেশের নিয়ন্ত্রণ চলে গেলে দেশের বারোটা বেজে যাবে।

তিনি বলেন, আমরা চাই আগামী দিনে দেশের নেতৃত্বে আসুক মেধাবী, সৎ, চরিত্রবানরা।

এ সময় মন্ত্রী স্কুল পরিদর্শন করেন ও স্কুলেরউন্নয়নের জন্য ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর