thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:১৪:২৭
ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাজ্যের ৪০টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে শুরু হয়েছে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন-২০১৪’। বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বহু শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে যায়। তবে টিউশন ফি বেশি হওয়ায় অনেকেই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আশা করি, যুক্তরাজ্য টিউশন ফি কমানোর ব্যাপারে আমাদের আহ্বান বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। ভালো সুযোগ পেলে তারাও ভালো ভালো কাজ করে দেখাতে পারবে। তবে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সতর্ক হতে হবে। কেননা বহু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে থাকে।’

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) মি. নিকলো বলেন, ‘এ মেলার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ধারণা পাবে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে যাবে বলে আমি আশা করি।’

ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহকারী পরিচালক টমাস ডোহাটি বলেন, ‘এ মেলা শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীদের যুক্তরাজ্যের ৪০টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেবে।’

শিক্ষামেলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স, স্কলারশিপ সুবিধা, যুক্তরাজ্যে বসবাস ও শিক্ষাগ্রহণ বিষয়ে পরামর্শ পাবেন। যুক্তরাজ্যে ভিসা আবেদন প্রক্রিয়াসম্পর্কিত তথ্যের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ইংরেজি শিক্ষার বিভিন্ন কোর্স, পরীক্ষা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা অর্জনের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে মেলায়।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ৫০ টাকা।

এ ছাড়া চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ১৬ ফেব্রুয়ারি ও সিলেটের রোজভিউ হোটেলে ১৯ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে।

দ্য রিপোর্ট/এসআর/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর