thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাবিতে জালিয়াতির অভিযোগে আটক ৩

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:৪০:৪৩
রাবিতে জালিয়াতির অভিযোগে আটক ৩

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তির সাক্ষাৎ গ্রহণকালে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের সাক্ষাৎ গ্রহণকালে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- কক্সবাজারের ফরহাদ হোসেন, পটুয়াখালীর সজীব হোসেন ও রাজশাহীর সুলতানাবাদ এলাকার নোমানুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘সাক্ষাৎকার গ্রহণের সময় তিন পরীক্ষার্থীর হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল না পাওয়ায় তাদের আটক করা হয়। আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।’

প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘জালিয়াতির মাধ্যমে সাক্ষাৎকার দিতে আসা ওই ভর্তিচ্ছুকদের মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, ‘আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/জেএম/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর