thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:৪৩:০৮
রাবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা

রাবি সংবাদদাতা : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (HEQEP) এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘AIF Promotion and Proposal Writing’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

HEQEP কর্মকর্তা ড. মো. জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। প্রকল্পের Academic Innovation Fund ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রফেসর মো. মোজাহার আলী HEQEP Academic Innovation Fund-এর লক্ষ্য ও উদ্দেশ্য, বিশেষ করে উচ্চশিক্ষার মানোন্নয়নের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন। Academic Innovation Fund-এর সমন্বয়কারী মো. কোরবান আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর