thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

নিহত ৪ বিজিবি সদস্যের পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:৫২:১২
নিহত ৪ বিজিবি সদস্যের পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দুর্ঘনায় নিহত ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

পিলখানার সদর দফতরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নিহতদের জানাজা শেষে এই চেক প্রদান করা হয়।

এ ছাড়া বিজিবি কল্যাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকাও প্রদান করা হয়। এ সময় নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জন বিজিবি সদস্য এবং দুজন সেনা অফিসার।

বিজিবি সদস্যরা হলেন- ল্যান্সনায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান, একরামুল হক এবং সিপাহী মোহাম্মদ আলী জিন্নাহ। এরা সবাই দিনাজপুর-২, ৩ ও ৪০ ব্যাটালিয়নের সদস্য।

এ ছাড়াও নিহত দুই সেনা অফিসার হলেন- ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু এবং ২০তম বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ।

চেক প্রদানের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ দ্য রিপোর্টকে বলেন, চাকরি বিধি অনুযায়ী দায়িত্বরত অবস্থায় কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়। আর বিজিবির ইতিহাসে প্রথম। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর