thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মন্ত্রীত্বের সুযোগ হারাবেন না : নাসিম

২০১৩ নভেম্বর ০৫ ১৪:২৫:৫৯
মন্ত্রীত্বের সুযোগ হারাবেন না : নাসিম

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সর্বদলীয় সরকারে না এসে মন্ত্রীত্বের সুযোগ হারাবেন না। নির্বাচনকালীন সরকারে থাকলে সেই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যদি কোনো কারচুপি হয় তাহলে মন্ত্রী থাকার সুবাদে তা বিশ্বমিডিয়াকে জানানোর সুযোগ পাবেন। আর যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে সংবিধান অনুসারেই নির্বাচন হবে।

মঙ্গলবার দুপুরে ওয়াসা ভবনের সামনে শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া বলেছিলেন ২৫ অক্টোবর এ সরকার অবৈধ হয়ে যাবে। ২৫ অক্টোবরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু আজ পর্য়ন্ত এই সরকার সংবিধান অনুসারেই রাষ্ট্র পরিচালনা করছে। খালেদা জিয়ার কথায় দেশ চলা তো দূরের কথা একজন পিয়নও চলছে না। তার কথায় কাজ করছে শুধু বোমাবাজ আর সন্ত্রাসীরা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল, শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ ও শুক্কুর মাহমুদ।

(দিরিপোর্ট২৪/বিকে/এপি/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর