thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে শিশু নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ০০:০৯:১০
কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে শিশু নিহত

কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শুক্রবার রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে অগ্নিগদ্ধ হয়ে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম মেহেদী হাসান। গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট থানায়। বাবার নাম সাদেক আলী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ওই বাড়ির তিনটি রুম পুড়ে গেছে। এর একটি রুমে হাজী ইসলাম উদ্দিন গার্মেন্টসের শ্রমিক ময়না বেগম তার ছেলে মেহেদি হাসান ও নানিকে নিয়ে বসবাস করতেন। ছেলেটিকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে মা ও নানি দুইজনই কারখানায় কাজে যান। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিশু মেহেদি হাসানের মৃত্যু হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলে। পড়ে ওই ঘর থেকে শিশু মেহেদির লাশ উদ্ধার করেন পুলিশ।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর