thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জাবির ভর্তি পরীক্ষা রবিবার শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৫:৫৫:০০
জাবির ভর্তি পরীক্ষা রবিবার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রবিবার শুরু হচ্ছে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ছয় শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

বিজ্ঞান অনুষদের অধীনে পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। রবিবার যথাক্রমে রসায়ন ও গণিত, সোমবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান, পরিসংখ্যান ও পরিবেশ বিজ্ঞান, মঙ্গলবার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিদ্যা, বুধবার ফার্মেসি ও মাক্রোবায়োলজি, ২২ ফেব্রুয়ারি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, ২৩ ফেব্রুয়ারি অর্থনীতি, নৃবিজ্ঞান ও লোকপ্রশাসন, ২৪ ফেব্রুয়ারি সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ, নগর ও অঞ্চল পরিকল্পনা, ও বিবিএ প্রোগ্রাম, ২৫ ফেব্রুয়ারি বাংলা, আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাস, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, দর্শন, প্রত্নতত্ত্ব এবং নাটক ও নাট্যতত্ত্ব, ২৭ ফেব্রুয়ারি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, চারুকলা এবং আইন ও বিচার, ১ মার্চ মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ও ম্যানেজমেন্ট স্টাডিজ, এবং ২ মার্চ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আগের দিন এসএমএস এর মাধ্যমে আসন বিন্যাস জানতে পারবেন। এ ছাড়াও প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.juniv.edu থেকে বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/এএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর