thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা ভুল ছিল : মজীনা

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৬:৪১:৪৪
বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা ভুল ছিল : মজীনা

সাভার সংবাদদাতা : বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যে মন্তব্য করেছিলেন তা ভুল ছিল বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজীনা।

আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একযুগ পূর্তি উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। এ দেশের মানুষ কর্মঠ, পরিশ্রমী ও পৃথিবীর মধ্যে সর্বোত্তম।’ খুব দ্রুত বাংলাদেশ এশিয়ার উদীয়মান টাইগারে নিজেদের রূপান্তর করবে বলেও মন্তব্য করেন তিনি।

মজীনা বলেন, ‘শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ পৃথিবীর বৃহৎ পোশাক, জুতা, ওষুধ ও চামড়াজাত পণ্যের রপ্তানীকারক দেশে পরিণত হবে। ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হবে।’

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর