thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

রায়ে বিজিবি প্রধানের সন্তোষ, আপিল করবেন আসামিপক্ষ

২০১৩ নভেম্বর ০৫ ১৬:৩৩:১৩
রায়ে বিজিবি প্রধানের সন্তোষ, আপিল করবেন আসামিপক্ষ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পিলখানা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। অন্যদিকে, রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান মঙ্গলবার বেলা ১২টা ৩৩ মিনিটে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত জজ আদালতের অস্থায়ী এজলাসে বহু আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে বিজিবি মহাপরিচালক আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের সহকর্মীদের হারিয়েছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ায় আমি সন্তুষ্ট। যারা নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে। নিহত পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি আসবে।’

যারা খালাস পেয়েছেন তারা চাকরি ফিরে পাবেন কিনা– সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক বলেন, ‘এখনও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার রায় হয়নি। এর উপর বিষয়টি নির্ভর করছে।’

রায় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত চিফ প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ন্যায় বিচার পেয়েছি। দীর্ঘদিন ধরে রায়ের প্রতিক্ষায় ছিলাম।’

রায়ে আদালতের অভিমত উল্লেখ করে তিনি বলেন, ‘পিলখানায় সেনা সদস্যদের যারা হত্যা করে লাশের প্রতি অসম্মান করেছে, তাদের সর্বোচ্চ সাজা হয়েছে।’

খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চিফ প্রসিকিউটর জানান।

অন্যদিকে, রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রাণিমূলক।’ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তিনি জানান।

পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম অভিযোগ করেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তোরাব আলীর সাজা ভারসাম্য করতেই পিন্টুর বিরুদ্ধে এ রায়।’

আসামিপক্ষের অপর আইনজীবী শামীম সরদার বলেন, ‘ন্যায় বিচার পাইনি। আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সঠিক ভবে মূল্যায়ন করা হয়নি। তিনি সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানান।

পিলখানা হত্যা মামলার রায়ে ১৫২ জনকে ফাঁসি, ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২৭১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

(দিরিপোর্ট২৪/এআইপি/এইচএস/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর