thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাবি উপাচার্যের সঙ্গে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫০:৩৫
রাবি উপাচার্যের সঙ্গে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাবি সংবাদদাতা : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ ক্যাম্পাসে নাগরিক সুবিধাদি সম্প্রসারণের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

মতবিনিময়কালে উপাচার্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাস্তা-ঘাট নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয়ে সিটি কর্পোরেশনের সহযোগিতার কামনা করলে মেয়র সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মু. এন্তাজুল হক, প্রধান প্রকৌশলী মো. শফিকুল হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সচিব একেএম মাহমুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সিটি কর্পোরেশনকে বিশ্ববিদ্যালয়ের দেয় করের ৩৭ লাখ ৫০ হাজার টাকার চেকও হস্তান্তর করা হয়। এ সময় সিটি মেয়র উপাচার্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি উপগ্রহ চিত্র উপহার দেন। চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক, হিসাব পরিচালক, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, রাবি শিক্ষক সমিতির সভাপতি, রাবি অফিসার সমিতির সভাপতি ও কর্মকর্তাবৃন্দ। সিটি কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান রাজস্ব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএএ/এসকে/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর