thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:১৪:৫২
যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের গলিতে পুলিশের গুলিতে দুইজন নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতরা হলেন- সালাউদ্দিন ও জুয়েল।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টায় পুলিশের গুলিতে সালাউদ্দিন ও জুয়েল আহত হয়। পরে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু ঘটে।

ঘটনার সময় উভয় পক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলে এক রাউন্ড গুলি ও রিভলবারে দুই ম্যাগাজিন ভর্তি বুলেট ছিল।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সালাউদ্দিনের নামে যাত্রাবাড়ী থানায় সাতটি মামলা রয়েছে। যার প্রত্যেকটিতেই সে প্রধান আসামি। তাকে ধরতেই পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে যাত্রাবাড়ীর মালঞ্চ গলিতে প্রবেশ করলে সালাউদ্দিন ও তার সহযোগী জুয়েল পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা জবাব দিলে ওই দু’জন আহত হয়।

(দ্য রিপোর্ট/এনইউডি-এসআর/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর