thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে রামদা উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৫৭:২৬
ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে রামদা উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ফতুল্লায় বিএনপি নেতা জুলহাসের বাড়ির টিনের চাল থেকে অস্ত্র উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা ও একটি ছুরি।

জুলহাস ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি মধ্য সস্তাপুর এলাকার হাতেম আলীর ছেলে।

অভিযানে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, জুলহাসের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। ওই কারণে শনিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ছাদের টিনের চাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানকালে জুলহাসের বাড়িতে কেউ ছিল না।

মিজান আরও জানান, জুলহাসকে ফাঁসানোর জন্য কেউ তার বাড়িতে অস্ত্রগুলো রাখতে পারে বলে তার ধারণা।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর