thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘মহাজোট সরকার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৯:৩৭:৩৩
‘মহাজোট সরকার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে’

সিলেট অফিস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিদ্যুতের উন্নয়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।’ এটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সিলেট ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রীর সিলেট নগরীর ধোপা দিঘিরপাড়ের নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে শনিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় এলজিইডি, পিডিবি, আরইবি’র চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজ-খবর নেন তিনি।

এ সময় মন্ত্রী সিলেট নগরী ও নগরীর বাইরের জরাজীর্ণ বিদ্যুৎ লাইনগুলো আগামী এক মাসের মধ্যে জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বৈঠকে অর্থমন্ত্রী এলজিইডির তত্ত্বাবধানে পরিচালিত সিলেট নগরীর বাইরে সদর উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে দ্রুত সম্পন্ন এবং বর্তমানে এলজিইডির অধীনস্থ ভেঙে যাওয়া রাস্তাগুলো আগামী জুন মাসের মধ্যে সংস্কার করার নির্দেশ দেন।

এ সময় অর্থমন্ত্রী সিলেট সদর উপজেলায় নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগারের পাশের এলাকায় সিঙ্গারখাল নদীর তীরে সৌন্দর্যবর্ধন উন্মুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে মানুষের চলাফেলার সুযোগ করে দিতে ওয়াকওয়ে নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে তিনি সরেজমিন ঘুরে একটি পরিকল্পনা তৈরির জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- এলজিইডির প্রকল্প পরিচালক পিকে চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এসকে নুরুল আফসার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অমর আলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. সোনা উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩) উজ্জ্বল কুমার মোহন্ত প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর