thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ড. ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী রবিবার

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২০:৩৯:৪৩
ড. ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ সুধা মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী রবিবার। তিনি রংপুর পীরগঞ্জের লালদীঘি ফতেপুর গ্রামে ১৯৪২ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আব্দুল কাদের মিয়া ও মায়ের নাম মরহুমা ফয়জান নেছা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ড. ওয়াজেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকালে তার জন্মস্থান পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়াও শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ড. ওয়াজেদ মিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় ৯ নম্বর ইউনিয়নের চক করিম প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর পীরগঞ্জ হাই স্কুল। তারপর ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে আইএসসি এবং ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে এমসি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩-৬৪ সালে এটমিক এনার্জির ওপর ডিপ্লোমা করেন লন্ডনের ইমপিরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলায় ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ, তখন তার ঘনিষ্ঠ সহকারী পীরগঞ্জের সাবেক মন্ত্রি মতিউর রহমানের অভিভাবকত্বে শেখ হাসিনার সঙ্গে ড. ওয়াজেদ মিয়ার শুভ বিবাহ সম্পন্ন হয়। তাদের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

এ বিশিষ্ট বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে পরলোক গমন করেন। ফতেপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর