thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সুস্বাস্থ্যের কিছু টিপস

২০১৩ অক্টোবর ০৮ ১৩:১১:৫১
সুস্বাস্থ্যের কিছু টিপস
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সুস্বাস্থ্যের অধিকারী হতে কে না চায়। সেজন্য মেনে চলতে হয় কিছু নিয়ম। দিরিপোর্ট২৪-এর পাঠকদের সুস্বাস্থ্যের জন্য কিছু দরকারি টিপস দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ডা. অবান্তিকা ঊর্মি।

-গায়ে খোস-পাঁচড়ার কারণে দাগ হলে, সেই জায়গায় প্রতিদিন মাখন মালিশ করুন।

-গোলমরিচ মিহি করে বেটে নিয়ে প্রতিদিন মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট ভালো হয়।

-স্মরণশক্তি বাড়াতে ২-৩ চা-চামচ থানকুনি পাতার রস, আধাকাপ দুধ ও সামান্য মধু খান। ভরা পেটে খেতে হবে এবং বয়স অনুযায়ী মাত্রা কম-বেশি করতে হবে।

-কৃমি হলে পুদিনা পাতা বেটে এর সঙ্গে মধু-লবণ মিশিয়ে খান।

-ঠাণ্ডা, অতিরিক্ত গরমে বা এলার্জিজনিত কারণে গলা বসে গেলে ১ গ্রাম কাবাবচিনি গুঁড়া করে ১ চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে চাটনির মতো দিনে কয়েকবার চুষে খান।

-মেসতা হলে দারুচিনি গুঁড়া ১-৩ গ্রাম পরিমাণ নিয়ে সারারাত ১ গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ওই পানি ছেঁকে সকাল-সন্ধ্যা পান করুন।

-হাঁপানির জন্য কাঁচাহলুদ শুকিয়ে গুঁড়া করে, আখের গুড় ও সামান্য সরিষার তেল মিশিয়ে চেটে খাবেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর