thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ফিরলেন রাজ্জাক-মালিক

২০১৩ নভেম্বর ০৫ ১৭:১৪:১৮
ফিরলেন রাজ্জাক-মালিক

দিরিপোর্ট২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোয়েব মালিকের সঙ্গে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার আব্দুর রাজ্জাক।

গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টোয়েন্টি২০ বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রাজ্জাক। টোয়েন্টি২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজের সঙ্গে বাক-বিতণ্ডা হওয়ায় তাকে ওই সময় আর্থিক জরিমানাও করা হয়।
পিসিবির হস্তক্ষেপে সব কিছু ঠিকঠাক হযে যাওয়ায় গত ৯ মাসের মধ্যে একটি ম্যাচ খেলেছেন রাজ্জাক। এবার তাকে নির্বাচকরা অন্তর্ভুক্ত করেছেন প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজে।
রাজ্জাকের সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার মালিক। এছাড়া দলে আরও ফিরেছেন উমর ও আব্দুর রেহমান।
আগামী ১৩ ও ১৫ নভেম্বর দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান।
টোয়েন্টি২০ দল : মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ,উমর আকমল, উমর আমিন, শহীদ আফ্রিদি, শোয়েব মাকুসদ, আব্দুর রাজ্জাক, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, সাঈদ আজমল, শোয়েব মালিক ও আব্দুর রেহমান।
(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/এএস/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর