thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট 25, ২১ শ্রাবণ ১৪৩২,  ১০ সফর 1447

সিইপিজেডে তোয়ালে কারখানার গুদামে আগুন

২০১৬ অক্টোবর ১৩ ১৪:৪৭:১০
সিইপিজেডে তোয়ালে কারখানার গুদামে আগুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিইপিজেডের ভেতরে রফতানিমুখী একটি তোয়ালে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো গুদামটি ভস্মীভূত হয়ে বিপুল পরিমাণ তৈরি তোয়ালে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে মিতালি টেক্সটাইল লিমিটেডের একটি তোয়ালে কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে কারখানার ৪ তলা ভবনের ছাদে অবস্থিত সেমিপাকা (৮০/৬০ ফুট) গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৪তলা কারখানা ভবনের ছাদে গুদামে আগুন লাগে। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/অক্টোবর ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর