thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বঙ্গজের আর্থিক প্রতিবেদন তদন্তে বিএসইসির কমিটি গঠন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১২:৩১:১১
বঙ্গজের আর্থিক প্রতিবেদন তদন্তে বিএসইসির কমিটি গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের আর্থিক প্রতিবেদন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. নান্নু ভূঁইয়া। কমিটিকে তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করতে বলা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি বিকেলে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ২০১২ ও ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া আর্থিক প্রতিবেদনে বঙ্গজের স্থায়ী সম্পদের ওপর সিডিউল-বি অনুসারে যে অবচয় ধার্য করা হয়েছে, তা সন্দেহজনক বলে মনে করে কমিশন। তাই বিষয়টি স্পষ্ট হওয়ার লক্ষ্যে তদন্তের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হলো।

জারিকৃত আদেশে আরও বলা হয়েছে- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারা মোতাবেক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ১২(২) ও ১২(৩) ধারা মোতাবেক সম্পূর্ণ বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর