thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হল উদ্ধার আন্দোলেনে জবি শিক্ষক-কর্মকর্তাদের সংহতি

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৩:৪৯:৩৬
হল উদ্ধার আন্দোলেনে জবি শিক্ষক-কর্মকর্তাদের সংহতি

জবি প্রতিবেদক : বেদখল হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে শিক্ষক-কর্মকর্তারা। শিক্ষকদের প্রতিনিধি দল রবিবার দুপুর ১২টায় ও কর্মকর্তা সমিতি সাড়ে ১২টায় সংহতি প্রকাশ করে।

হল উদ্ধারের দাবিতে রবিবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়।

আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. সেলিম বলেন, ‘শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। আন্দোলনকারীদের প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকবে।’

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে তারা এ সমর্থন প্রকাশ করেন।

কর্মকর্তা সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদেরও আবাসন সঙ্কট রয়েছে। আশা করি, কর্তৃপক্ষ শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসনের জন্য ব্যবস্থা নেবে।’

(দ্য রিপোর্ট/এলআরএস/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর