thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জবির হল উদ্ধারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:৫৯:৪৪
জবির হল উদ্ধারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া হল উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রবিবার দুপুর পৌনে ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করলে তিনি এ আশ্বাস দেন।

আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য ও জবি সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জবির বেদখল হওয়া হল উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’

এদিকে হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এলআরএস/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর