thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শেষ ম্যাচেও তামিম নেই

২০১৩ নভেম্বর ০৫ ১৯:৩১:৪৬
শেষ ম্যাচেও তামিম নেই

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ক্রিকেটে ফিরতে আরো ২-৪ সপ্তাহ লেগে যাবে ওপেনার তামিম ইকবালের। অর্থাৎ টোয়েন্টি২০ ম্যাচেও বাংলাদেশ তাকে পাচ্ছে না। কারণ সেই ইনজুরি। মারকুটে এই ওপেনারের তলপেটে ব্যথা; নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচেও খেলতে পারেননি তিনি।


মঙ্গলবার জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘তামিমের অবস্থা খুব একটা ভালো না। ম্যাচে ওকে বেশ মিস করবো আমরা। আশা করছি ওর জায়গায় নতুন কেউ সুযোগ পেলে সে তামিমের অভাব পূরণ করার চেষ্টা করবে।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে তামিমের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির ফিজিও বিভব সিং জানিয়েছেন, ‘আমরা সোমবার তার অবস্থার মূল্যায়ন করেছি। ইনজুরি থেকে তামিম এখনো সেরে উঠেনি। তার পুর্নবাসনের জন্যে ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন।’
(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর