thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

২০১৩ নভেম্বর ০৫ ১৯:৩২:৩৩
জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ


দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে সুখকর কোনো স্মৃতি নেই টোয়েন্টি২০ ম্যাচ রেকর্ডবুকে। তবে স্বপ্ন ছুঁয়ে যাওয়া ওয়ানডে সিরিজ বিজয়ের পর নতুন আশায় আলো দেখতেই পারেন ক্রিকেটপাগল বাঙালিরা। আগের টোয়েন্টি২০র ২ ম্যাচের ইতিহাস বলছে, নিউজিল্যান্ডের বাংলাদেশকে উড়িয়ে দেয়ার কথা।কিন্তু সেই সম্ভাবনার কথা সরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক- শেষ ভালো যার; সব ভালো তার এই প্রত্যাশায় বুক বাঁধছেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বেলা দেড়টায়।



মঙ্গলবার ঘাম ঝরানো অনুশীলনের পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। এ সিরিজে আমরা অনেকে ভালো খেলছি। সবাই প্রস্তুত। এটা আমাদের জন্য বড় সুযোগ। আশা করি আমরা সুযোগটা কাজে লাগাতে পারবো।’

বাংলাদেশ কোচ শেন জারগেনসেন বলেছেন, ‘আমরা বিজয়ের যে পথে হাঁটছি; সে পথেই থাকতে চাই। যখন আপনি জয়ের সুবাস অনুভব করবেন; তখন তা ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবেন। টোয়েন্টি২০ বিশ্বকাপের আগে এই ম্যাচটি আসেলেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপে খেলার আগে ওই ফরম্যাটে আমাদের বেশি ম্যাচ খেলার সুযোগ নেই।’

টোয়েন্টি২০ ম্যাচের দল সম্পর্কে মুশফিক বলেছেন, ‘শেষ ম্যাচ থেকে দলে খুব বেশি পরিবর্তন হবে না। পরিবর্তন করার সুযোগও খুব বেশি নেই। সবাই ভালো ক্রিকেট খেলছে নির্বাচকদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে সিদ্ধান্ত নিতে।’ নবাগত সৌম্য সরকারকে নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মুশফকি; বলেছেন, ‘সৌম্য ভালো খেলোয়াড়। সুযোগ পেলে ভালো করবে সে।’

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোলিন মুনরো বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে আমরা যদি টোয়েন্টি২০ ম্যাচটি জিতে যেতে পারি তা হবে দলের জন্য বড় পাওনা।’

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), সৌম্য সরকার, শামসুর রহমান, মমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মোর্তুজা ও রুবেল হোসেন/আল-আমিন হোসেন।’
(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৫, ২০১৩)













পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর