thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামের বস্তিতে আগুন

২০১৬ নভেম্বর ০১ ১১:৩৪:১৩
চট্টগ্রামের বস্তিতে আগুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস আমবাগান বস্তিতে আগুনে পুড়ে গেছে ২৮টি বস্তিঘর।

আমবাগান কুপারপাড়স্থ রেলওয়ে বস্তিতে সোমবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী থানাধীন আমবাগান এলাকায় অবস্থিত রেলওয়ে বস্তিতে আগুন ধরে ২৮টি বস্তিঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও জানান, আমাদের আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন স্টেশন থেকে ৩টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুইঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে হয়েছে। এতে উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল। তবে এ আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/এনআই/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর