thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ইথিওপিয়ায় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৩:৫৯:১২
ইথিওপিয়ায় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক : ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রোমগামী একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পর জেনেভায় অবতরণে বাধ্য করেছে এক ছিনতাইকারী।

পরে অবশ্য ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বিমানটির ২০০ যাত্রী ও কর্মীর সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে সুইজার‌ল্যান্ডের পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে তারা। জেনেভা বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭০২ নম্বর ফ্লাইটের ওই বিমানটি সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় আদ্দিস আবাবা ছেড়ে আসে। স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে বিমানটির রোমে পৌঁছানোর কথা ছিল।

তবে জেনেভার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৬টার দিকে ওই বিমানটি অবতরণ করে বলে জানিয়েছে পুলিশ। জেনেভায় অবতরণের পর সেখানকার পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করে। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর