thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

আপাতত চীনের ওপর শুল্ক আরোপ করতে চাই না: ট্রাম্প

২০২৫ জানুয়ারি ২৫ ২০:৪২:৫৮
আপাতত চীনের ওপর শুল্ক আরোপ করতে চাই না: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:নির্বাচনী প্রচারণায় চীনের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দায়িত্ব গ্রহণের পরও বলেছিলেন, চীন থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হতে পারে।

কিন্তু এখন সুর পাল্টে চীনের ওপর আপাতত শুল্ক আরোপ করবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের ওপর আমাদের বেশ বড় কর্তৃত্ব রয়েছে। সেটি হচ্ছে শুল্ক (আরোপের হুমকি)। তারা চায় না আমরা শুল্ক বসাই। আমিও আপাতত চাই না। কিন্তু এ ক্ষমতা আমাদের আছে, যা চীনের ওপর বিশাল এক চাপ।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্য ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী।

তিনি বলেন, বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না। এটি কারও স্বার্থের জন্যই ভালো হবে না। বৈশ্বিক স্বার্থের জন্যও না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর