thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

১৫ ফেব্রুয়ারির পর ভর্তি কার্যক্রম চালানো

বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৪:৫৫:৪৮
বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্ধারিত সময়ের পরও ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়া বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব কলেজ সরকারের নির্দেশ অমান্য করে ছাত্র ভর্তি প্রক্রিয়া অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি মেডিকেল কলেজসমূহে সরকার ঘোষিত ছাত্রছাত্রী ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পার হওয়ার পরও কয়েকটি কলেজ বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে।’

এমতাবস্থায় ওই তারিখের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন অবৈধ বলে গণ্য হবে যা অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যেন উদ্ভব না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর