thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং সেমিনার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৫:২৯:৪৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং সেমিনার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে সেমিনারে স্কয়ার গ্রুপের সিনিয়র ম্যানেজার ক্যাপ্টেন (অব.) মো. যুবায়ের ইশতিয়াক আহমেদ কার্যকর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত প্রস্তুতি, নিয়োগ প্রক্রিয়া বিষয়ে পরামর্শ দেন। রবির ম্যানেজার জিয়াদ আহমেদ বহুজাতিক প্রতিষ্ঠানের বিশেষত টেলিকম খাতের কর্মপরিধি এবং এ খাতে কর্মসংস্থানের সম্ভাব্য সুযোগ সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি সদস্য ডা. ওয়াহিউদ্দিন মাহমুদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. গোলাম আলী ফকির। সেমিনারে সমন্বয়কের ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমামউদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

(দ্য রিপোর্ট/এইচএসএম/এএইচ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর