thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

আশুলিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫৪:৫৪
আশুলিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে আশুলিয়ার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর