thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা

হাইজাম্পে টানা ৪ বার প্রথম হলেন জাবির মাসুদ

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:২৩:২২
হাইজাম্পে টানা ৪ বার প্রথম হলেন জাবির মাসুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও অ্যাথলেট মো. মাসুদ কায়সার মুকুল আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় হাইজাম্পে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান অধিকার করেছেন। বুয়েটে অনুষ্ঠিত ১৩-১৫ ফেব্রুয়ারির আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় টানা চতুর্থবারের মতো হাইজাম্পে প্রথম হন তিনি।

২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাইজাম্পে প্রথম স্থান অর্জন করেন তিনি। ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় হাইজাম্পে প্রথম ও ট্রিপল জাম্পে দ্বিতীয় হন মাসুদ। ২০১৩ সালে বুয়েটে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকসসে হাই জাম্পে প্রথম হন। সর্বশেষ ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ও বুয়েটে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় হাইজাম্পে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জন করলেন তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর