thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

উপজেলা নির্বাচনে চৌদ্দগ্রামে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:৩৮:২৬
উপজেলা নির্বাচনে চৌদ্দগ্রামে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জমা দেওয়া তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন অফিস।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন সোমবার মনোনয়নপত্রে স্বাক্ষর ও হলফনামায় তথ্য না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাওলানা নূর আহমদ, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ও পেয়ার আহমদ পাটোয়ারী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূর আহমদের মনোনয়ন ড্র ফরমে স্বাক্ষর না থাকা, শাহ আলম হলফনামা না দেওয়া ও পেয়ার আহমদ পাটোয়ারী মনোনয়ন ড্র ফরমে তথ্য না দেওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ মার্চ চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর