thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২১ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

মিতু হত্যা : অস্ত্র মামলায় দুই আসামির বিচার শুরু

২০১৬ নভেম্বর ২২ ১২:৫৪:৩৩
মিতু হত্যা : অস্ত্র মামলায় দুই আসামির বিচার শুরু

চট্টগ্রাম অফিস : পুলিশের আলোচিত এসপি বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচারকাজ শুরু করেন।

আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন বলে জানিয়েছে সূত্র।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, সকালে আদালত এ মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ দুই আসামি হলেন-স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেন।

প্রসঙ্গত: চলতি বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাবার পথে মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ। মিতু হত্যার ঘটনায় ভোলা ও মনিরকে গ্রেফতারে পর থেকে তারা দুজন এখন কারাগারে আছেন।

অস্ত্র উদ্ধার মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন বাকলিয়া থানা পুলিশ।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর